ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি নদভীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, জানুয়ারি ২২, ২০২৫
সাবেক এমপি নদভীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের ২ মামলায় জিজ্ঞাসাবাদ করতে দুইদিন করে মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া থানার পৃথক দুই মামলায় আবু রেজা নদভীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন সকাল ৯টার দিকে আবু রেজা নদভীকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের সামনে দাঁড়িয়েছিলেন তার মেয়ে ও ভাগিনা। এ সময় তারা কথা বলতে চাইলে পুলিশ বাধা দেয়। আদালতে তোলার পর আধাঘন্টা শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নেওয়া হয়।  

২০২৪ সালের ১৯ জুলাই সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এছাড়া ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার অভিযোগে লোহাগাড়া থানায় মামলা করেন মোমেন হোসেন। এই দুই মামলায় নদভীকে আসামি করা হয়।

আবু রেজা নদভীকে গত ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ১২ জানুয়ারি ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।