ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলিফের খুনিদের শাস্তি দাবি জামায়াতের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আলিফের খুনিদের শাস্তি দাবি জামায়াতের 

চট্টগ্রাম: ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের সশস্ত্র হামলায় নিহত শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদে জুমা চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, পলাতক স্বৈরাচার প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এদেশকে কাশ্মির, গাজা বানাতে চায়।

দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ এদেশের শিক্ষা, স্বাস্থ্য, আইন, ধর্মীয় রীতিনীতি সব কিছু ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, যারা আমাদের সীমানা মুছে দিতে চায় তারা কখনোই ধর্মীয় নেতা হতে পারে না। তারা ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, জঙ্গি। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো ধর্মই সমর্থন করে না। ষড়যন্ত্রকারী কখনো ধর্মীয় নেতা হতে পারে না। তিনি সকলকে ধৈর্য্য, বিচক্ষণতা ও নিয়মতান্ত্রিকভাবে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন শহীদ সাইফুল ইসলাম আলিফ। ছাত্রজীবন থেকে আল্লাহর রাস্তায় কাজ করেছেন তিনি। আলিফ আল্লাহর রাস্তায় নিজের জীবন দান করে গেছেন। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। শহীদরা আল্লাহর কাছ থেকে রিজিকপ্রাপ্ত হন। শহিদরা মরে না, স্বয়ং আল্লাহ তাদেরকে মৃত না বলার কথা জানিয়েছেন, শহীদরা জীবিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, হামেদ হাসান এলাহী, বিআইএ মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ শাহাজাহান চৌধুরী বলেন, ইসলামের পথেই শাহাদাত বরণ করেছে শহিদ সাইফুল ইসলাম আলিফ। নির্লজ্জ পলাতক স্বৈরাচারী হাসিনা ভারত থেকে বসে কুলাঙ্গার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছে, অথচ বাংলাদেশে ইসলাম কায়েম করতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ (রহ:) অনেক আলেম-ওলামা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য একটু আফসোসও করলো না। বরঞ্চ ভারতে বসে নিয়মিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে ভিনদেশিদের হাতে তুলে দিতে চায় খুনী হাসিনা। এদেশের মাটিতে ষড়যন্ত্রকারীর আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।