ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাওনা টাকা নিয়ে বিতণ্ডা, গ্রেপ্তার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
পাওনা টাকা নিয়ে বিতণ্ডা, গ্রেপ্তার ১  ...

চট্টগ্রাম: আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডায় দেলোয়ার নামের এক চায়ের দোকানিকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করেছে নাসির (৬০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে সেনাবাহিনী আটক করেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার বৈরাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, নাসির নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে।

তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।