ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে মোহাম্মদ সামিদ (৬) নামে এক মাদরাসা ছাত্র মৃত্যু হয়েছে।  

সামিদ গণ্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের বাসিন্দা ও দৈনিক আজাদীর সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলামের ছেলে।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পূর্ব বড়ঘোনা গ্রামের মাদরাসা ক্লাস শেষে বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত সামিদের মামা মোহাম্মদ কায়কোবাদ বলেন, সামিদ দারুল হিকমা মাদরাসা থেকে দুপুরে ছুটির পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে মাদরাসায় খুঁজতে যান।

ছুটির পর মাদরাসা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শারীরিক পরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।