ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার  ...

চট্টগ্রাম: নগরে জেলা প্রশাসনের অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকার খাস জমি উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) নগরের একে খান মোড়ে অবস্থিত উত্তর পাহাড়তলী মৌজা সরকারি খাস জমি থেকে এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।

তিনি বাংলানিউজকে বলেন, গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা মূল্যবান এই সম্পত্তিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে তাদের দখলে নিয়ে নেয়।

এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেওয়া হয়। খবর পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে রোববার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়।  

তিনি আরও বলেন, অভিযান শেষে অবৈধভাবে দখলকৃত সব স্থাপনা অপসারণ করে সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড স্থাপন করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।