ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, নভেম্বর ৮, ২০২৪
সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে শুক্রবার (আজ) সন্ধ্যায় নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ইতিপূর্বে কয়টি মামলা রয়েছে, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।