ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জব্দ করা মাছ পেল অসহায়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
সীতাকুণ্ডে জব্দ করা মাছ পেল অসহায়রা ...

চট্টগ্রাম: মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশ

সোমবার(১৪ অক্টোবর) বিকেলে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড কুমিরা ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ কেজি ইলিশ মাছসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

এছাড়া একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

সীতাকুণ্ডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, জব্দ করা মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে জেলে রতন জলদাসকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওয়ালিদ উদ্দিন আকবর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।