ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আট মাস পর সিইউএফএলে সার উৎপাদন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আট মাস পর সিইউএফএলে সার উৎপাদন  ...

চট্টগ্রাম: আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ আবারও শুরু হয়েছে সার উৎপাদন।

সিইউএফএল সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

৩ অক্টোবর গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

১৯৮৭ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল প্রতিষ্ঠার পর দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা ছিল। বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়। এছাড়া দৈনিক ৮০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে গত বছরও মাত্র পাঁচদিন ইউরিয়া উৎপাদন করতে পেরেছিল কারখানাটি। সার উৎপাদনের জন্য কারখানাটিতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। বিগত অর্থবছরে কারখানায় প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়।

সিইউএফএলের উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেন, রোববার রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।