ঢাকা, সোমবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আবরার ফাহাদের স্মরণে চবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আবরার ফাহাদের স্মরণে চবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছাত্রলীগের নির্যাতনে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।  

সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের চকবাজারে একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চবি ছাত্রশিবিরের সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাখার  সভাপতি নাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন।

এছাড়া অতিথি হিসেবে ছিলেন চবির সাবেক ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে প্রথম সন্ত্রাসমুক্ত স্বাধীন ক্যাম্পাস হয়ে উঠেছিল বুয়েট। একইসাথে আবরার ফাহাদের শাহাদাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের মাঝে জনমত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছে।

চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদ নিয়মিত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, এই জন্য তাকে শিবির হিসেবে সন্দেহ করা হয়েছিল। এমনকি দেশের পক্ষে কথা বলার কারণে অনেক মুক্তিযোদ্ধাকেও রাজাকার ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিগত ১৫ বছরে। এরকম নানা ট্যাগ দিয়েও সচেতন তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়নি। বরং তাদের হাত ধরেই এসেছে নতুন স্বাধীনতা। সেই তরুণরাই আজ সফল গণ-অভ্যুত্থানের নায়ক। আবরার ফাহাদ বেঁচে থাকবে নতুন বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।