ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই জন ছুরিকাঘাতে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু মারা যান।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।