ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতাকারী ফয়সাল গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতাকারী ফয়সাল গ্রেপ্তার

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্রহাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ফয়সাল প্রকাশ কিলার ফয়সালকে চকবাজার গনি কলোনি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির মৃত ইসমাইলের ছেলে।

 

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোড গনি কলোনিতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল প্রকাশ কিলার ফয়সালকে গ্রেপ্তার করে।

 

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল নগরের কোতোয়ালী থেকে লালদীঘির জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যায়। এ সময় সাবেক দুইজন প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন এজাহারনামীয় আসামির নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০-৪০০ জন অপরাপর আসামি আগ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার বিজয় মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রাম দা, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ছাত্রদের রক্তাক্ত করা হয়। এ সময় ভিকটিম ছাত্র মো. রবিনের (১৪) বাম পায়ে গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামির পিসিপিআর পর্যালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৬টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।