ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওষুধের দামে কাটাকুটি, দুই ফার্মেসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ওষুধের দামে কাটাকুটি, দুই ফার্মেসিকে জরিমানা ...

চট্টগ্রাম: ফটিকছড়ির বিবিরহাটের দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য কাটাকাটি করা ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জান্নাত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং এসবি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। ফটিকছড়ি থানার একটি টিমের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে ১ হাজার টাকা, ডিমের দাম বেশি নেওয়ায় ফোরকানের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।