ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় ট্রাকচালক ও সহকারীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
ইয়াবার মামলায় ট্রাকচালক ও সহকারীর যাবজ্জীবন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: পটিয়া থানার ইয়াবার মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- চালক আবুল কাসেম (২৬) ও সহকারী নুরুল আফছার (২৭)।  

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহমেদ বাংলানিউজকে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চালক আবুল কাসেম ও সহকারী নুরুল আফছারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় দু'জনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা নথি থেকে জানা যায়, পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল বাইপাস এলাকায় একটি মিনিট্রাক থেকে ২০২১ সালের ২৪ মে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ চালক আবুল কাসেম ও সহকারী নুরুল আফছারকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন নায়েক সুবেদার মনতাজ উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।