ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (২৯) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃত্যুবরণকারী মোহাম্মদ হেলাল (২৯) আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।

পুলিশ জানায়, সকালে দ্রুতগতির একটি সাদা মাইক্রোবাস (চট্টমেট্রো ১১-৬৭৫৩) উল্টো পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশা চালক মো. রিয়াদ (৩০), যাত্রী সাজ্জাদ (৩০) ও আয়াছ (৩৫) গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে রাস্তায় ছিটকে পড়েন মোহাম্মদ হেলাল। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেলালের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল পাঠায়। আহতদের মধ্যে একজন মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।