ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ ...

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চেম্বার সচিব মোহাম্মদ ফারুক।

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

 

সম্প্রতি বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চেম্বারের ২৪ জন পরিচালকই পদত্যাগ করলে চেম্বার সভাপতি প্রশাসক নিয়োগের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।