ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৪০০ কোটি টাকার ঋণখেলাপি বিমানবন্দরে আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
১৪০০ কোটি টাকার ঋণখেলাপি বিমানবন্দরে আটক  ...

চট্টগ্রাম: আনসারুল আলম চৌধুরী নামের একজন বড় ঋণখেলাপি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় বিএস৩৪৩ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে তাকে আটক করা হয়।

তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন।

চট্টগ্রামের চাক্তাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে ১৪০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।