ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন ...

চট্টগ্রাম: দেশের বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সূফী ঐক্য পরিষদ।  

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পরিষদের পক্ষ থেকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের কাছে ৪ দফা দাবি তুলে ধরা হয়।

 

এর মধ্যে রয়েছে দেশের আলিয় কেরামের মাজার শরিফ, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ করা, মাজার শরিফে হামলাকারী দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ব্যক্তিকে জোরপূর্বক বের করে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যান্য উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।  

সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক শাহজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতান পুরী, শাহজাদা সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, শাহজাদা সৈয়দ আবুল মোস্তফা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন দরবারের পীরজাদা ও শাহজাদারা বক্তব্য দেন।

 

মানববন্ধনে মাইজভাণ্ডার দরবার শরিফ, সাতগাছিয়া দরবার শরিফ, আহ্লা দরবার শরিফ, হাফেজ নগর দরবার শরিফ, গোমদণ্ডী দরবার শরিফ, সুখছড়ি দরবার শরিফ, আমির ভাণ্ডার দরবার শরিফ, নূরিয়া বিষু দরবার শরিফ, হাওলা পুরী দরবার শরিফ, চরণদ্বীপ দরবার শরিফ, ফরহাদাবাদ দরবার শরিফ, সৈয়দ ভাণ্ডার দরবার শরিফ, মনসুরাবাদ রহমানিয়া দরবার শরিফ, বোয়ালখালী রাহে ভাণ্ডার দরবার শরিফ, খায়ের ভাণ্ডার দরবার শরিফ, এয়াকুব ভাণ্ডার দরবার শরিফ, পূর্ব বড়লিয়া দরবার শরিফ, আলামিন হাশেমিয়া দরবার শরিফ, দরবারে বারিয়ার আশেকানরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।