ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিপ ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
শিপ ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকার তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে।  

কারখানার নিরাপত্তারক্ষী মো. ইদ্রিস জানান, রাতে কারখানার ভেতরে বিদ্যুতের তার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিয়াম।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।  

সিয়ামের চাচাতো ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার তাকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।