ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হচ্ছে নগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হচ্ছে নগর ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম নগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের তুলনায় কম।

ফলে ভোগান্তি সঙ্গে করে গন্তব্যে ছুটতে হয়েছে নগরবাসীকে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা অফিসগামী যাত্রীদের। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে।

নগরের ষোলশহর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় গণপরিবহনের পরিমাণ কম। যা পাওয়া যাচ্ছে তাও ভাড়া বেশি দাবি করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি।  

এর আগে গণঅভ্যুত্থানের পর নগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। এসময় নগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্স সহ থানা ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।