ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিজয় উল্লাস করছেন ছাত্র-জনতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
চট্টগ্রামে বিজয় উল্লাস করছেন ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার বিজয় মিছিল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবরে নগরের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করছেন ছাত্র-জনতা। জাতীয় পতাকা উড়িয়ে, মাথা, বুক ও পিঠে জাতীয় পতাকা বেঁধে স্লোগান দেন নানা বয়সী মানুষ।

অনেকে ছেলে-মেয়ে ও  শিশুসন্তানদেরও নিয়ে আসেন মিছিলে-জমায়েতে।

সোমবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পদত্যাগের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মানুষ।

সরেজমিন দেখা গেছে, নগরের বিএনপি কার্যালয় সংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে হাজারো ছাত্র-জনতার জমায়েত। তারা নেচে গেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানগুলো মুহুর্মুর্হু দিতে থাকেন। বেশি স্লোগান ছিল ‘জেগেছেরে জেগেছে ছাত্র-জনতা জেগেছে’, ইত্যাদি।

কারও কারও হাতে লাঠিসোঁঠাও দেখা যায়। মিছিল দেখতে বিভিন্ন সড়কের দুপাশের অলিগলিতে গৃহবধূরাও ভিড় করেন। খুশিতে মিছিল ও জমায়েতে মিষ্টি, চকলেট ও পানি বিতরণ করেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।