ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ২২, ২০২৪
বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ...

চট্টগ্রাম: বাঁশখালীতে পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা।  

ছনুয়া ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন বাংলানিউজকে বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ছোট্ট রোমাইসা।

ঘণ্টা ধরে খোঁজ না মেলায় শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।