ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
চট্টগ্রাম বন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে কাজের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে ক্রুনাল কুমার গজানন্দ (৩৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২০ এপ্রিল) মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়।  

ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাটের বাসিন্দা।

ট্রাইস্টার ডুগন নামের জাহাজে কর্মরত ছিলেন তিনি।

জানা যায়, পতেঙ্গা থানাধীন আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের ওপর থেকে ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)  নূরে আলম আশেক বলেন, ওই ভারতীয় নাগরিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।