ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে সন্ত্রাসী হামলা ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে কেয়ারটেকারকে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তারা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

 

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মাদার্শা গ্রামে এ ঘটনা ঘটে।

সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা দেয়াল টপকে ছয়জন সন্ত্রাসী জানালার গ্রিল কেটে আমার বাড়িতে ঢোকে।

এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী ওই ছয় সন্ত্রাসীর মুখ কালো মুখোশে ঢাকা ছিল। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে বাড়ির কেয়ারটেকারের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ‘সাংবাদিক তৌফিক কোন্ রুমে আছে’ সেটা জানতে চায়। কেয়ারটেকার বাড়ির সদস্যদের সবাই চট্টগ্রাম শহরে চলে গেছেন—এমন কথা জানানোর পর সন্ত্রাসীরা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। ফেরার সময় আলমারিতে থাকা এক ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।