ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিরিঙ্গিবাজারে অগ্নিদুর্গতদের পাশে মনজুর আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
ফিরিঙ্গিবাজারে অগ্নিদুর্গতদের পাশে মনজুর আলম ...

চট্টগ্রাম: নগরের ফিরিঙ্গিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৪ পরিবারকে ইট, সিমেন্ট, টাকাসহ ত্রাণসামগ্রী দিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং তাদের ঘর নির্মাণের জন্য ২০ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, অগ্নিকাণ্ডে আহতকে ১০ হাজার টাকা এবং চুরাশি পরিবারের প্রত্যেককে চাল, লুঙ্গি, শাড়ি ও শার্ট উপহার দেন।  

এ সময় ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ফরিদুল আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  

সোমবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ওই বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই সবদিকে ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে পড়ে ৮৪ পরিবার।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।