ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আগুনে পুড়লো জেলে পল্লী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, এপ্রিল ১৫, ২০২৪
আনোয়ারায় আগুনে পুড়লো জেলে পল্লী

চট্টগ্রাম: আনোয়ারায় জেলে পল্লীতে অগ্নিকাণ্ডে ছোটবড় ৪৬ ঘর ভস্মীভূত হয়েছে।  

সোমবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ছোটবড় প্রায় ৪৬টি ঘর পুড়ে গেছে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। ঘরগুলোতে জেলেদের ট্রলারের তেল আর জাল থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। পাশাপাশি বাতাসের কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।