ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, এপ্রিল ১২, ২০২৪
এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন ...

চট্টগ্রাম: মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই।

আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করেছে।  সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও জানান, অফিস সংলগ্ন একটি স্টোররুমে আগুন লেগেছিল। মূল কারখানা পর্যন্ত আগুন ছড়াতে পারেনি। ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় সেখানে বেশি লোকজন ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।