ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে পরিবেশের ক্ষতি করায় একজনকে অর্থদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
হালিশহরে পরিবেশের ক্ষতি করায় একজনকে অর্থদণ্ড 

চট্টগ্রাম: নগরের হালিশহরের বড়পোল কাচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  

সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন৷ 

এ সময় পরিবেশের ক্ষতি করায় পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলায় একজনকে এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানকালে খালের আশপাশ ও বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারণা চালানো হয়। সেইসঙ্গে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্যও বলা হয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।