ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, এপ্রিল ২, ২০২৪
অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: হাটহাজারীতে আত্মীয়ের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২ এপ্রিল) রাত ৮টার দিকে হাটহাজারীর নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুরের মো. মিরাজ ও সমিতিরহাট ইউনিয়নের ফারুক। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।