ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
১০ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: মীরসরাই উপজেলা থেকে হত্যা, অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হান্নান প্রকাশ লিটনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আব্দুল হান্নান প্রকাশ লিটন (৩৩), ফেনী জেলার ফেনী থানার ফাজিলপুর এলাকার আব্দুল হাই প্রকাশ জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, দুর্ধর্ষ ডাকাত, হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদক মামলার সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান প্রকাশ লিটন মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে আব্দুল হান্নান লিটনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তল্লাশি করে তার হেফাজত থেকে নগদ ১১ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, লিটনের বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদকসজ সর্বমোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।