ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে হাজতির মৃত্যু, তদন্তে পিবিআই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
কারাগারে হাজতির মৃত্যু, তদন্তে পিবিআই  প্রতীকী ছবি

চট্টগ্রাম: কারাগারে হাজতি রুবেল দে’র মৃত্যুর ঘটনায় করা মামলাটিকে পিবিআই মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  

রোববার (৩ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এই নির্দেশ দেন।

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বোয়ালখালী থানা কর্মকর্তাদের বিরুদ্ধে বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এনে মামলাটি করেন হাজতি রুবেল দে’র স্ত্রী পূরবী পালিত।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মিঠুন বিশ্বাস বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলার দরখাস্ত পেশ করেছি।

কয়েকদিন আগে মামলার আবেদনটির উপর শুনানি হয়েছিল। ঐ দিন শুনানি হলেও তখন কোনো আদেশ দেওয়া হয়নি। আজ পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুর রশীদ বলেন, পুলিশ ও কারা হেফাজতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ তুলে মামলার দরখাস্তটির ব্যাপরে প্রাথমিক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রুবেল দে (৩৮) নামের ওই হাজতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মারা যান। পরেরদিন মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রুবেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একাধিক কর্মকর্তা ও বোয়ালখালী থানার কয়েকজন কর্মকর্তাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছার কাছে মামলার দরখাস্ত পেশ করেন প্রয়াত রুবেলের স্ত্রী।

হাজতি রুবেল চট্টগ্রামের বোয়ালখালীর দক্ষিণ জ্যৈষ্টপুরার বাসিন্দা সুনীল দে এর ছেলে। কারাগারের ৩ নম্বর পদ্মা ওয়ার্ডে তিনি বন্দী ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।