ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, জানুয়ারি ২৪, ২০২৪
মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার একটি ইয়াবার মামলায় মো. সেন্টু (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৪ জানুয়ারি) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।

 

মো. সেন্টু, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেওগুর এলাকার মো. সোহরাবের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই নগরের বাকলিয়া থানার রাহাত্তাপুল এলাকা থেকে মো. সেন্টুকে গ্রেফতার করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৮ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।