ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্ধুর স্মরণে চা বাগানের ৪০০ শিশুকে নতুন সোয়েটার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, জানুয়ারি ১৯, ২০২৪
বন্ধুর স্মরণে চা বাগানের ৪০০ শিশুকে নতুন সোয়েটার

চট্টগ্রাম: নতুন সোয়েটার পেয়ে চোখেমুখে খুশির ফোয়ারা। তারা চা বাগান শ্রমিকের সন্তান।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বস্তিকার মুখপাত্র প্রয়াত সুমন দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এটি অবহেলিত এলাকা।

আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করছেন শিশুদের শিক্ষা দিতে। শিশুদের নিয়ে সুমন বিশ্বাসের স্বপ্নটা সুন্দর ছিল। আশাকরি প্রতিবছর স্বস্তিকা এ ধরনের আয়োজন করবে।

ফটিকছড়ির হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা নন্দী জানান, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চারশ শিক্ষার্থীকে নতুন সোয়েটার দিয়েছে স্বস্তিকা।  

সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন জানান, স্বস্তিকা ভালো উদ্যোগ নিয়েছে। এর ফলে পিছিয়ে পড়া শিশুরা উপকৃত হবে।
আমার মোটিভ হচ্ছে-কোনো শিশু শিক্ষার বাইরে থাকতে পারবে না। স্মার্ট জাতি করতে হলে একযোগে সবাইকে কাজ করতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন স্বস্তিকার সুজয় নন্দী শৈবাল, সৌমেন চৌধুরী, বিশ্বজিৎ রায়, সৌমেন মজুমদার, শ্রাবণী দে, সুমি দে, শুভাশীষ দাশগুপ্ত, রূপালী বিশ্বাস, কমল দাশ, সুজন দাশগুপ্ত, সুমন বিশ্বাস, অম্লান সুশীল, পিকলু বিশ্বাস, রিংকু দাশ, শিবলু দত্ত, পলাশ বড়ুয়া, উত্তম কর্মকার, টিনা চৌধুরী, সাগর শর্মা, রুমা চৌধুরী, শান্তনু দাশ রনি, প্রগতি বড়ুয়া, সজল, শিমুল দাশ, নূপুর, রাজীব, মানস প্রমুখ।  

মুন্নী বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের শীতবস্ত্র ও আনন্দ দিতে চেয়েছিল আমাদের বন্ধু সুমন। সে আজ না ফেরার দেশে৷ তার ইচ্ছে পূরণ করতে এসেছি আমরা। আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষক, গুরুজন, মা বাবার কথা শুনবে। এলাকার উন্নয়ন করবে।

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।