ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কেটে বাড়ি বানানোর স্বপ্ন গুঁড়িয়ে দিল চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, জানুয়ারি ১৮, ২০২৪
পাহাড় কেটে বাড়ি বানানোর স্বপ্ন গুঁড়িয়ে দিল চসিক

চট্টগ্রাম: নগরের জামালখান আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে বাড়ি বানানোর স্বপ্ন গুঁড়িয়ে দিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযান সম্পর্কে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, ৯২টি পরিবার একজোট হয়ে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে আসকারদীঘির পাড়ে পাহাড় কেটে ৩টি ভবন নির্মাণ করছিলেন জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের কথা জানতে পেরে প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যান।

দায়িত্বশীল আর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছি।  

ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় আমরা মামলা বা জরিমানা করতে পারিনি। তবে, আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাচ্ছি।  এই পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।