ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খালে ময়লা ফেললে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেবে চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, ডিসেম্বর ৩১, ২০২৩
খালে ময়লা ফেললে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেবে চসিক ...

চট্টগ্রাম: যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

রোববার (৩১ ডিসেম্বর) খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এসটিএস।  

মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলো পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ।

নালায় ফেলা পলিথিন নগরে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবাহ নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি।

এরপর মেয়র  ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রিজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের হাফেজিয়া সড়ক, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান সড়ক এবং কাজেম আলী সড়কের উন্নয়নকাজের ভিত্তি স্থাপন করেন। এ সময় চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।