ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ডিসেম্বর ২০, ২০২৩
কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কাশেম প্রকাশ কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

 বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে একটার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল মজুমদার জানান, পাহাড়তলী থানার জিআর মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল কাশেম প্রকাশ কাশেম পলাতক ছিলেন। বুধবার দুপুরে সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে আদালতে পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।