ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, ডিসেম্বর ১১, ২০২৩
বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা 

চট্টগ্রাম: বোয়ালখালীতে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখাসহ বিভিন্ন অভিযোগে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং পূর্ব কালুরঘাট এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

 

তিনি বাংলানিউজকে বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩ 
ৎবিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।