ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পৌনে ৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
পৌনে ৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

চট্টগ্রাম: নগরের বন্দর থানা পুলিশ পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে।  

বুধবার (৬ নভম্বের) রাতে নিমতলা খালপাড় ও পাহাড়তলী থানার বৌ-বাজার থেকে জাল নোট উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো-নোয়াখালী জেলার কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগন্নাথ এলাকার সেলিম মিয়ার বাড়ির মো. সেলিমের ছেলে মো. শাকিব (২০) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কৃষ্ণনগর হিন্দুবাড়ীর কার্তিক বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস (২২)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বাংলানিউজকে বলেন, পৃথক অভিযান চালিয়ে মো.শাকিব ও অন্তর বিশ্বাসকে ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।

পরবর্তী তাদের তথ্য মতে পাহাড়তলী থানার বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।