ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বতন্ত্র প্রার্থী হবেন না সীতাকুণ্ডের এমপি দিদার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
স্বতন্ত্র প্রার্থী হবেন না সীতাকুণ্ডের এমপি দিদার দিদারুল আলম

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম।  

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

 
 
বৃহস্পতিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।  

দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন।

এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এবার প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন তার পক্ষে আমি কাজ করবো। আমাদের দলের প্রার্থী জয়লাভ করলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।