ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, নভেম্বর ২৮, ২০২৩
চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে মো. আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাতে রফিক স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

চান্দঁগাও থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান সোহেল রানা বাংলানিউজকে বলেন, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। চোরাই সিএনজি অটোরিকশাটি বিক্রির জন্য আরিফ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান করেছিলেন।

আরিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও দুইটি মামলা রয়েছে।  

 বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।