ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিল পোশাকশ্রমিকের প্রাণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ২৩, ২০২৩
বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিল পোশাকশ্রমিকের প্রাণ 

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকায় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় লেমন চাকমা (২৬) নাকে এক পোশাক কারখানর শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে আব্দুল ইমন (২০), মুরেল চাকমা (২৪) নামে আরও দুই জন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত তিনজন পোশাকশ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এদের মধ্যে লেমন চাকমা নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন দুইজন হাসপাতালের ভর্তি রয়েছেন।  

দুপুরে খেতে যাওয়ার সময় রাস্তায় ওই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় বলে আনায়নকারীরা জানিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।