ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতে গ্যারেজে আগুন, পুড়লো অটোরিকশা-মোটরসাইকেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
মধ্যরাতে গ্যারেজে আগুন, পুড়লো অটোরিকশা-মোটরসাইকেল  ...

চট্টগ্রাম: নগরের হালিশহরে অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ২০টি সিএনজি অটোরিকশা ও  ৫টি মোটরসাইকেল পুড়ে গেছে।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বউবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, রাতে একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটে।

এতে ২০টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।