ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম নিলেন যুবলীগের দেবাশীষ পাল দেবু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম নিলেন যুবলীগের দেবাশীষ পাল দেবু

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু।  

রোববার (১৯ নভেম্বর) সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন প্রত্যাশী দেবাশীষ পাল দেবু বলেন, বন্দর-পতেঙ্গা আসনে দীর্ঘদিন আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। করোনাকালে আমি প্রতিটি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

বেশকিছু অসহায় মানুষকে নিজ খরচে ঘর বানিয়ে দিয়েছি। যুবলীগের মানবিক চেয়ারম্যান খ্যাত শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাঠে ছিলাম। সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছি। দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিলে আমি সবটা উজাড় করে দিয়ে কাজ করবো।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।