ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিয়ে বাড়ির আনন্দে বিষাদ, লিফটে চাপা পড়ে তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, অক্টোবর ১৩, ২০২৩
বিয়ে বাড়ির আনন্দে বিষাদ, লিফটে চাপা পড়ে তরুণের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের দক্ষিণ নালাপাড়ায় লিফটে চাপা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত পৌণে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই তরুণের নাম প্রীতম চৌধুরী (২০)। তিনি দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিণ নামে ছয় তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।

কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী জানান, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে।

ওই ভবনের বাসিন্দারা জানিয়েছেন, লিফট কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই লিফট আটকে যায়। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।