ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, সেপ্টেম্বর ২৯, ২০২৩
ফটিকছড়িতে মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারের পুকুর থেকে সাইমুল ইসলাম ইসাদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুকুরে দুই ঘন্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইমুল নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোডের মুহাম্মদ ইসলামের ছেলে।

জানা যায়, সাইমুল বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে গিয়ে সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে।

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে তল্লাশি শুরু করে।

ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টায় খবর পেয়ে মাইজভাণ্ডারের পুকুরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।