ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক মারজানের মায়ের মৃত্যুতে চবিসাসের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সাংবাদিক মারজানের মায়ের মৃত্যুতে চবিসাসের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারের মা মমতাজ বেগমের (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চবি সাংবাদিক সমিতি।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এ শোক জানান।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শহরের নিজ বাসায় আকস্মিক মৃত্যুবরণ করেন মমতাজ বেগম। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান রেখে গেছেন।

এদিন বাদ আসর জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।  

নেতৃবৃন্দ আরও বলেন, মমতাময়ী মায়ের মৃত্যুতে মারজান আক্তারের পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণীয় নয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুক এবং পরিবার ও আত্মীয়-স্বজনদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।