ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৩ কোটি ৬৩ লাখ টাকায় সংস্কার হবে জামালখানের ১২ সড়ক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জুলাই ২৪, ২০২৩
৩ কোটি ৬৩ লাখ টাকায় সংস্কার হবে জামালখানের ১২ সড়ক ...

চট্টগ্রাম: নগরের জামালখান ওয়ার্ডের ১২টি সড়কের উন্নয়নে ৩ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৪ জুলাই) মেয়রের উদ্বোধন করা এ প্রকল্পের আওতায় জামালখানের লিচুবাগান, সিকদার হোটেলের উত্তর পাশের সড়ক, মোমিন রোড, বিগবাজারের পাশের সড়ক, সবদর আলী বাড়ীর সামনের সড়ক, কাজীর দেউড়ি ধোপাপাড়া লেন, সানমার এলোভেরা এপার্টমেন্টের পাশের সড়ক, রহমতগঞ্জ বাই লেন, চেরাগি পাহাড়ের মোড় থেকে কেবি আবদুস সাত্তার সড়ক পর্যন্ত একপাশে ড্রেন ফুটপাত মেরামত ও ফুটপাথে টাইলস স্থাপন, হেমসেন লেনের ১ নম্বর গলি ও সাহাবুদ্দিনের বাড়ির সামনের সড়ক এবং আসকার দীঘির পশ্চিম পাড়ের রিংকু কলোনির সড়কের উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর শৈবাল দাস সুমন, আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।