ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির আবাসিক হলে গলায় ফাঁস লাগিয়ে ছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, এপ্রিল ৮, ২০২৩
চবির আবাসিক হলে গলায় ফাঁস লাগিয়ে ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম: আবাসিক হলে গলায় ফাঁস লাগিয়ে রোকেয়া খাতুন নামে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চবির শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরে রুমমেটরা তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত রোকেয়া খাতুন (২২) বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।


বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বাংলানিউজকে বলেন, শিক্ষার্থী আত্মহত্যার বিষয়টি জানার পর আমরা চমেক হাসপাতালে এসেছি। প্রয়োজনীয় মেডিক্যাল প্রসিডিউর শেষ হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়া হবে। কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানতে পারিনি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, অচেতন অবস্থায় চবির এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর রিপোর্ট দেখে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।