ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মার্চ ২২, ২০২৩
মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু 

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ মার্চ) দুপুরে চম্পা স্টিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মিল্টন নাথ, একই এলাকার আবু কোম্পানি বাড়ির অরবিন্দ নাথের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ নামে এক পথচারী আহত হয়।

সেখান থেকে দুপুর আড়াইটার দিকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।