ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ৫ জনকে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ১২, ২০২৩
কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ৫ জনকে কারাদণ্ড 

চট্টগ্রাম: কর্ণফুলী নদী থেকে অনুমোদনহীন ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করা হয়েছে। পরে আটকদের ৫ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটকরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল বাকের (৪০), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মো. সবুজ আকন (২৫), একই উপজেলার ছিরু মিয়া (৪৫), লক্ষীপুরের চন্দ্রগঞ্জের মো. মোশাররফ হোসেন (৩৪), রামগতি মো. আজম।

 

পিযূষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযানে এম ভি মাঈনউদ্দিন মুয়ায-১ এবং এম ভি গাউছিয়া নামের দুইটি ড্রেজার আটক করে কর্ণফুলী থানার জিম্মায় পুরাতন ব্রিজ ঘাটে রাখা হয়েছে। এছাড়াও ৫ জনকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।