ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহার, সাউদার্ন মেডিক্যালের চিকিৎসক প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহার, সাউদার্ন মেডিক্যালের চিকিৎসক প্রত্যাহার

চট্টগ্রাম: এক নবজাতক শিশুর বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাউদার্ন মেডিক্যালের এক চিকিৎসককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) রাতে ওই নবজাতকের বাবা মো. সোহেলের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহারের প্রেক্ষিতে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানভীরকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং অন্য ইন্টার্ন চিকিৎসদের সতর্ক করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে প্রত্যাহার করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে অঙ্গীকার করেছেন সাউদার্ন হাসপাতালের পরিচালক ডা. মনসুর। এসময় খুলশী থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।